পোর্ট এলিজাবেথে অনুশীলনে টাইগাররা
শুক্রবার থেকে পোর্ট এলিজাবেথে শুরু হচ্ছে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টেস্ট।
ডারবান থেকে পোর্ট এলিজাবেথে পৌঁছে অনুশীলন করেছে বাংলাদেশ দল। সেখানে র্যাডিসন ব্লু হোটেলে উঠেছে মুমিনুল বাহিনী। বাংলাদেশ ক্রিকেট দল এর আগে তিনবার দক্ষিণ আফ্রিকা সফর করলেও পোর্ট এলিজাবেথে খেলার সুযোগ পায়নি। পচেফস্ট্রম, ব্লুমফন্টেইন, সেঞ্চুরিয়ান ও ইস্ট লন্ডনে টেস্ট খেলেছে বাংলাদেশ। এবারই প্রথম তারা টেস্ট খেলবে ঐতিহাসিক ভেন্যুতে। স্বাগতিকদের আতিথেয়তা নিতে সকালে অনুশীলনে নেমে পড়ে মুমিনুল, লিটন, জয়রা। এশিয়ার সব দল ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা এই মাঠে দুটি করে টেস্ট খেলেছে। বাংলাদেশ এবারই প্রথম এই মাঠে নামতে যাচ্ছে।
ডারবানের হতাশা ভুলে পোর্ট এলিজাবেথের দিকেই নজর দিতে চান টাইগার কোচ রাসেল ডমিঙ্গো। আগের ম্যাচের হতাশাজনক পারফরম্যান্স কাটিয়ে উঠতে চান তিনি।
টেস্ট সিরিজ শুরুর আগে অনুশীলনে গোড়ালিতে চোট পেয়ে সিরিজের প্রথম টেস্টে খেলতে পারেননি শরিফুল। একই কারণে দ্বিতীয় ও শেষ ম্যাচটিও খেলা হবে না তার। এদিকে ওয়ানডে সিরিজে দুর্দান্ত বোলিং করা তাসকিন প্রথম টেস্টের একাদশে ছিলেন। সেই ম্যাচের ইনিংসে তেমন কিছু করতে পারেননি। ৬৯ রান দিয়ে ছিলেন উইকেটশূন্য। দ্বিতীয় ইনিংসে চোট নিয়েই বল করেন। ১১ ওভার হাত ঘুরে ২৪ রান খরচায় নেন ২ উইকেট।
এই দুই পেসারকে নিয়ে জাতীয় দলের ফিজিও বায়েজিদ ইসলাম এক বিবৃতিতে বলেন, প্রথম টেস্টের দ্বিতীয় দিনে খেলার সময় ডান কাঁধে ব্যথা এবং নড়াচড়া করতে অসুবিধার কথা বলেন তাসকিন। দ্বিতীয় ইনিংসে বোলিংয়ের জন্য তিনি ফিজিওথেরাপি, সহায়ক টেপিং এবং ব্যথানাশক ওষুধ নেন। তার সুস্থ হতে প্রায় তিন সপ্তাহ সময় লাগতে পারে।’
No comments