Header Ads

Header ADS

ব্রাজিল যাবে বাংলাদেশের ১১ কিশোর ফুটবলার


দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টেস্ট ভেন্যু পোর্ট এলিজাবেদে পৌছেছে বাংলাদেশ

 ২০১৯ সালে প্রথমবারের মতো ব্রাজিলের সোসিয়াদে স্পোরটিভা ডো গামা ক্লাবের অধীনে এক মাসের অনুশীলন করার সুযোগ পেয়েছিল বাংলাদেশের ৪ ফুটবলার। মাঝে করোনাকালীন ব্রাজিল যাওয়া ছিল বন্ধ। 


এবার এক লাফে সংখ্যাটা বেড়ে ১১ জন ফুটবলার দুই মাসের অনুশীলনের জন্য যাচ্ছে ব্রাজিলে। একটা দল হিসেবে নির্বাচিত করা হয়েছে সে ১১ জন খেলোয়াড়কে। দলে একজন গোলকিপার, ৪ ডিফেন্ডার ও ৩ জন করে মিডফিল্ডার ও ফরোয়ার্ড রাখা হয়েছে।


বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অনূর্ধ্ব-১৭ টুর্নামেন্ট থেকে ৪০ জন খেলোয়াড় বাছাই করা হয়। তাঁদের নিয়ে বিকেএসপিতে হয়েছে দুই মাসের ক্যাম্প। সেখান থেকেই সেরা ১১ জন খেলোয়াড়কে দেওয়া হয়েছে ব্রাজিলে যাওয়ার টিকিট।

No comments

Powered by Blogger.