আইপিএল নিলামে দল পাননি সাকিব আল হাসান
এবার সময়ের সেরা এই অলরাউন্ডার অবিক্রীত রয়ে গেলেন ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্ট ‘দ্য হান্ড্রেড’-এও। তবে সাকিব উপেক্ষিতদের দলে একা নন। পাকিস্তান অধিনায়ক বাবর আজম, ডেভিড ওয়ার্নারদের মতো তারকারাও দল পাননি ড্রাফটে।
গত সোমবার এই টুর্নামেন্টের ড্রাফট আয়োজিত হয়। পরদিন মঙ্গলবার প্রকাশিত হয় দল পাওয়া খেলোয়ারদের তালিকা। এই তালিকায় নাম ছিল না সাকিবের।

No comments