Header Ads

Header ADS

বেঙ্গালুরুকে জেতালেন কার্তিক-শাহবাজ


 

টস জিতে বেঙ্গালুরু অধিনায়ক ফাফ ডু প্লেসি নিয়েছিলেন ফিল্ডিংয়ের সিদ্ধান্ত। দ্বিতীয় ওভারে সফলতা এনে দিয়ে তার সেই সিদ্ধান্তকে সঠিক প্রমাণের আভাস দেন ডেভিড উইলি, ৪ রান করা যশস্বী জয়সওয়ালকে ফেরান তিনি।


তবে এরপরই আরেক ওপেনার জস বাটলার আর দেবদূত পাড়িক্কালকে সঙ্গে নিয়ে পালটা আক্রমণে জবাব দেয় রাজস্থান। দশ ওভার শেষে তুলে ফেলে ৭৬ রান। দুজনের ৭০ রানের জুটি ভাঙে হার্শাল পাটেলের আঘাতে। তার শিকার হয়ে সাজঘরে ফেরেন পাড়িক্কাল। একটু পর বিদায় নেন অধিনায়ক সাঞ্জু স্যামসনও। তাতে বড় রানের আশা কিছুটা শঙ্কাতেই পড়ে গিয়েছিল দলটির।


এরপর শিমরন হেটমায়ারকে সঙ্গে নিয়ে বাটলার আর কোনো ক্ষতি হতে দেননি রাজস্থানের। ৫১ বলে দুজনের অবিচ্ছিন্ন ৮৩ রানের জুটিতে ১৬৯ রানের পুঁজি পায় দলটি।


জবাবে বেঙ্গালুরুর শুরুটাও নেহায়েত মন্দ হয়নি। পাওয়ারপ্লের একটু পরই ৫০ পার করে কোহলির দলকে দারুণ শুরু এনে দেন ডু প্লেসি আর অনুজ রাওয়াত। তবে অধিনায়ক ডু প্লেসির বিদায়ের পরই যেন ধস নামে দলটির ইনিংসে। ৫৫-০ থেকে ১৬ বলের ব্যবধানে ৬২ রানে চারটি উইকেট হারিয়ে ফেলে দলটি। ডু প্লেসির পর সাজঘরে ফেরেন অনুজ, কোহলি ও উইলি। এরপর রাদারফোর্ডও খুব বেশি এগোতে পারেননি, ফিরেছেন ৫ রান করে। ৮৭ রানে পাঁচ উইকেট হারায় বেঙ্গালুরু। জয় থেকে তখনো ৮৩ রানের দূরত্বে দলটি, বল হাতে ছিল মাত্র ৪৫টি।

No comments

Powered by Blogger.