Header Ads

Header ADS

মেসিদের সঙ্গে পিএসজিতেই থাকছেন এমবাপে!

রিয়াল মাদ্রিদ হন্যে হয়ে চাইছে কিলিয়ান এমবাপেকে, গেল দলবদলে তিন বার পিএসজির কাছে বড় প্রস্তাব দিয়েও প্রত্যাখ্যাত হয়েছে। তবে চলতি মৌসুম শেষে ফ্রি এজেন্ট হিসেবে তাকে ঠিকই দলে নিয়ে নেবে ফরাসি তারকাকে, কথাটা অনেক দিন ধরেই শোনা যাচ্ছে ইউরোপীয় সংবাদ মাধ্যমে। তবে এবার শোনা যাচ্ছে নতুন কথা। দিনদুয়েক আগে এমবাপে নিজেই জানিয়েছিলেন সিদ্ধান্ত নেননি, এবার ফরাসি সাংবাদিক দানিয়েল রিওলো জানালেন এমবাপে নাকি পিএসজিতে চুক্তি নবায়নের সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন এবার।


লরিয়েঁকে ৫-১ গোলে হারানোর ম্যাচে এমবাপে নিজে করেছেন জোড়া গোল। নেইমারের জোড়া গোল আর লিওনেল মেসির লক্ষ্যভেদেও যোগান ছিল তারই। সেই ম্যাচের পর এমবাপে বলেছিলেন, ‘আমি এখনো সিদ্ধান্ত নিইনি। তবে নতুন অনেকগুলো বিষয় আছে। ভাবনায় যোগ করার মতো অনেকগুলো বিষয় চলে এসেছে এখন।’

পোর্ট এলিজাবেদে পৌছেছে বাংলাদেশ

তবে পরের কথাটাই ইঙ্গিত দিচ্ছিল নতুন সিদ্ধান্তের। এমবাপে বলেন, ‘নতুন বিষয়গুলো কী? আমি শান্ত আছি। আমি আমার প্রিয় মানুষগুলোকে সঙ্গে নিয়ে সেরা সিদ্ধান্তটা নেওয়ার জন্য মুখিয়ে আছি।’


এরপরই শুরু হয় জল্পনা-কল্পনা। এমবাপে কি পিএসজিতেই থেকে যাচ্ছেন? এই নিয়ে। পিএসজি বিষয়ক সংবাদের বিশ্বস্ত সূত্র দানিয়েল রিওলো, যিনি সবার আগে জানিয়েছিলেন, মেসি আসছেন পিএসজিতে, তিনি জানাচ্ছেন এমবাপের পরিস্থিতিটা নিয়ে। সম্প্রতি আরএমসি স্পোর্তকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, পিএসজির নতুন চুক্তিতে এমবাপের সই করাটা এখন সময়ের ব্যাপার মাত্র। 

No comments

Powered by Blogger.