তাসকিন একবার আইপিএল খেলবেন তার মায়ের স্বপ্ন
তাসকিনের লক্ষ্য এখন একটাই—নিজেকে আরও ওপরে নিয়ে যাওয়া। এ লক্ষ্যেই আরও পরিশ্রম করে যাচ্ছেন তিনি। ধারাবাহিকভাবে ভালো করলে এবং নিজেকে আরও উঁচুতে নিয়ে যেতে পারলে আইপিএলে খেলার সুযোগ আবার আসবে বলেই মনে করেন বাংলাদেশের পেসার।
ডারবানেই চোট পেয়ে ছিটকে গেছেন সিরিজ থেকে। চোট নিয়ে দেশের বিমান ধরার আগে কথা বলেছেন বাংলাদেশের দক্ষিণ আফ্রিকা সফর, নিজের আইপিএল–স্বপ্নসহ আরও অনেক কিছু নিয়ে।
'বাজে ব্যাটিং করেছি বলেই হেরেছি, কোন অজুহাত নেই'
তাসকিন বলেন ‘আমার মায়ের অনেক বড় স্বপ্ন যে আমি একবার আইপিএল খেলব, আমিও চাই। রিজিকে থাকলে খেলতে পারব।’

No comments