Header Ads

Header ADS

বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্ট: তাসকিনের জায়গায় যে খেলবে তার জন্য বিরাট অপরচুনিটি


তাসকিনের জায়গায় যে খেলবে তার জন্য বিরাট অপরচুনিটি

শুক্রবার দক্ষিণ আফ্রিকার পোর্ট এলিজাবেথে টেস্ট সিরিজের দ্বিতীয় এবং শেষ টেস্ট ম্যাচ খেলতে মাঠে নামছে বাংলাদেশ।

এই ম্যাচ দিয়ে ঘটনাবহুল দক্ষিণ আফ্রিকা সফর শেষ হবে বাংলাদেশের। দ্বিতীয় টেস্টে তাসকিন আহমেদ আর শরিফুল ইসলামকে পাচ্ছে না। সেক্ষেত্রে কোন পথে হাঁটবে সফরকারীরা?

ভার্চুয়াল সংবাদ সম্মেলনে মুমিনুলের ব্যাখ্যা, ‘আপনারা যে একটা পেস বোলার অথবা একটা স্পিনারের কথা বলছেন, আমরা আসলে কালকে একটু ওভারকাস্টে গিয়ে উইকেটটা হয়তো কালকে পর্যন্ত না দেখে আমরা সিদ্ধান্ত নিতে পারছি না কি হবে।’

সঙ্গে যোগ করেন মুমিনুল, ‘দেখেন উইকেটটা যতটুক দেখলাম, উইকেটটা হয়তো আপনার একটু ড্রাই আছে, আমার কাছে যতটুকু মনে হয়। আগের ইতিহাস কি হয়েছিল না হয়েছিল এগুলো নিয়ে ভাবাটা খুবই কঠিন। কারণ হয়তো এখানে আপনার ভিন্নও হতে পারে। এখন উইকেটটা কালকে সকালে আমরা আরেকবার দেখলে হয়তোবা সিদ্ধান্ত নিতে পারবো আসলে একটা স্পিনার বেশি খেলব নাকি একটা পেস বোলার বেশি খেলবে।’

এদিকে এই টেস্ট দিয়ে টানা ৬ ম্যাচ পর বাংলাদেশ দলের সাদা জার্সি গায়ে চাপানোর অপেক্ষায় তামিম। যদিও আগের ম্যাচেই খেলার কথা ছিল তার। কিন্তু ম্যাচের দিন সকালে পেটে ব্যথা হওয়ায় খেলতে পারেননি।

মুমিনুল বলেন, ‘তামিম ভাইয়ের কন্ডিশন আল্লাহর রহমতে ভালো আছে। আমরা পরের ম্যাচে খেলার জন্য আশাবাদী, ইনশাল্লাহ উনি খেলবেন।’

No comments

Powered by Blogger.