জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস ২০২২ উদযাপন
আজ ৬ এপ্রিল জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস। সারা বিশ্বের মতো বাংলাদেশেও এই দিবস পালিত হয়েছে। ‘সবাই মিলে খেলা করি, মাদকমুক্ত সমাজ গড়ি’- এ প্রতিপাদ্যকে ধারণ করে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে যথাযথ মর্যাদায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয় জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস ২০২২ উদযাপন করছে।
শোভাযাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি। এ সময়ে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মেজবাহ উদ্দিন। শোভাযাত্রায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ও এর আওতাধীন বিভিন্ন দপ্তর সংস্থার কর্মকর্তাবৃন্দ বিভিন্ন ক্রীড়া ফেডারেশনের নেতৃবৃন্দ, ক্রীড়াবিদ ও ক্রীড়া সংগঠকগন উপস্থিত ছিলেন।
দেশের বিভিন্ন ফেডারেশন আজ দিবসটি উপলক্ষে আজ সকালে রাজধানীর শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্স থেকে এনএসসি টাওয়ার পর্যন্ত এক বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। র্যালি শেষে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাতীয় ক্রীড়া পরিষদের অডিটোরিয়াম এই দিবস উপলক্ষে আলোচনা সভায় যোগ দেন।
No comments