ফিফার বিরুদ্ধে আপাতত ‘যুদ্ধবিরতি’ রাশিয়ার
ফিফা, পোল্যান্ড, সুইডেন ও চেক প্রজাতন্ত্রের ফুটবল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে কাল আপিল প্রত্যাহার করেছে রাশিয়ার ফুটবল ইউনিয়ন (এফইউআর)। খবরটি জানিয়েছে খেলাধুলায় যেকোনো বিরোধ মীমাংসা করার সর্বোচ্চ আদালত কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্টস (সিএএস)।
অর্থাৎ, ফিফা রাশিয়ার ওপর বিশ্বকাপ বাছাইপর্বে খেলা নিয়ে যে নিষেধাজ্ঞা দিয়েছিল, তার বিরুদ্ধে করা আপিল তুলে নিয়েছে দেশটি।
ইউক্রেনে হামলা চালানোর পর ফিফা ও উয়েফা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত রাশিয়ার জাতীয় দল ও ক্লাবগুলোকে নিজেদের প্রতিযোগিতা থেকে নিষিদ্ধ করে। পোল্যান্ডের বিপক্ষে ২৪ মার্চ বিশ্বকাপ বাছাইয়ে প্লে অফ ম্যাচ খেলার কথা ছিল রাশিয়ার।
কিন্তু রাশিয়াকে নিষিদ্ধ করায় পোল্যান্ডকে প্লে অফ ফাইনালে ওঠার ছাড়পত্র দিয়ে দেয় ফিফা। পরে ফাইনালে সুইডেনকে হারিয়ে কাতার বিশ্বকাপে খেলার টিকিট পায় রবার্ট লেভানডফস্কির পোল্যান্ড।

No comments